কেন্দ্রীয় সরকারের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে-শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল নমো যুব ওয়ারিয়র্সের

শিলিগুড়ি, ৯ জানুয়ারিঃ রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ তুলে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিলে সামিল হল নমো যুব ওয়ারিয়র্স।


জানা গিয়েছে, হাসমি চক থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে।মিছিলে অংশগ্রহণকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।সংগঠনের অভিযোগ, গতকাল সরকারি কাজে মুখ্যমন্ত্রী যেভাবে বাধার সৃষ্টি করেছেন, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক।কেন্দ্রীয় সরকারের কাজ আটকে দিয়ে রাজ্য সরকার সাধারণ মানুষের স্বার্থে আঘাত করছে।

নমো যুব ওয়ারিয়র্স এর শিলিগুড়ির কনভেনার সৌরভ সরকার বলেন, গতকাল কেন্দ্রীয় সরকারের একটি সরকারি কাজে মুখ্যমন্ত্রী যেভাবে বাধা সৃষ্টি করেছেন, তারই প্রতিবাদে আজ আমরা পথে নেমেছি।সাংবিধানিক ব্যবস্থার মধ্যে থেকে কীভাবে সরকারি কাজে বাধা দেওয়া যায়, তা আমরা বুঝতে পারছি না।এরফলে উন্নয়নের কাজ থমকে যাচ্ছে এবং ভুগছেন সাধারণ মানুষ।আগামীতে এই ধরনের বাঁধার সৃষ্টি করা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *