শিলিগুড়ি, ১ ডিসেম্বর: শিলিগুড়ির রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামল শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশ।
গত কয়েকদিন ধরেই শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় অভিযানে নামছে শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশ।
মঙ্গলবার বিধান রোডে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামে ট্র্যাফিক পুলিশ। বহুদিন ধরেই বিধান রোডে ফুটপাত দখল করে দোকানের সামগ্রী রাখেন অনেক ব্যবসায়ী। এ নিয়ে একাধিকবার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। কিন্তু তার পরেও সুরাহা হয়নি। এদিন ফের একবার অভিযানে নামে পুলিশ। ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এর পরেও দোকানের সামগ্রী না সরানো হলে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
