শিলিগুড়ি,২২ জুনঃ রাস্তা দখল করে দোকান ও অবৈধ নির্মাণের অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকে অভিযানে নেমে প্রচুর অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল শিলিগুড়ি পুরনিগম।
এদিন শিলিগুড়ির এসএফ রোডের দুপাশে থাকা প্রচুর অবৈধ দোকান ও নির্মাণ ভেঙে দেওয়া হয়। সেই নির্মাণ ভাঙার কাজ শুরু করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় পুরনিগমের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের। পরে শিলিগুড়ি থানার পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশের উপস্থিতিতে দুই ঘণ্টার মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার পাশাপাশি দোকানগুলি ভাঙা হয়। অভিযোগ বহুদিন ধরেই সরকারি জায়গা ও রাস্তা দখল করে এসএফ রোডের দুদিকে দোকান বানানো হয়েছিল কিছু। এছাড়াও বেশ কিছু ফাস্ট ফুড, রেস্তোরা সহ কিছু দোকানের ব্যবসায়ীরা রাস্তার মধ্যে অবৈধ নির্মাণ করেছিলেন। রাস্তায় লোহার সাইনবোর্ড, হোর্ডিং লাগানো হয়েছিল। সেসব ভাঙা হয়েছে। অন্যদিকে একটি জিমের সামনে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে সেখানে বচসা শুরু হয়। কর্তৃপক্ষের সঙ্গে পুরনিগমের আধিকারিক ও কর্মীদের বচসা হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।