শিলিগুড়ি, ২৪ ডিসেম্বরঃ আগামীকাল বড়দিন।সেজে উঠেছে শহর।বড়দিনের আগেই সাধারণ মানুষকে সচেতন করতে শিলিগুড়িতে রাস্তায় নামলো সান্তা ক্লজ।
শনিবার শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে সান্তা ক্লজকে সঙ্গে নিয়ে সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়।প্ল্যাকার্ড হাতে মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করেন সংগঠনের সদস্যরা।জল সংরক্ষণ করুন জীবন বাঁচান, রক্ত দিন জীবন বাঁচান,করোনা হতে সাবধান, সেফ উইমেন সেভ নেশন সহ একাধিক বিষয়ে সচেতনতার বার্তা দেন তারা।পাশাপাশি পথ চলতি খুদদের হাতে চকলেট ও বড়দের ফুলের চারা গাছ তুলে দিয়ে বড়দিনের শুভেচ্ছা জানানো হয়।
জানা গিয়েছে, শহরের প্রতিনিয়ত বাড়ছে অপরাধ।পাশাপাশি রক্ত সংকট ও বৃক্ষরোপনের বিষয়টি মাথায় রেখেই সংগঠনের এই অভিনব উদ্যোগ।