শিলিগুড়ি, ১২জুলাইঃ আজ রথযাত্রা।করোনা আবহেই দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে রথযাত্রা।
প্রত্যেক বছর শিলিগুড়ি ইসকন মন্দিরে জাঁকজমকভাবে রথযাত্রার পালিত হয়।তবে করোনার জেরে গতবছরের মত এবছরও মন্দিরের ভেতরেই রথযাত্রার আয়োজন করা হয়েছে।এদিন রথের দড়ি টেনে রথযাত্রার শুভ উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরভ শর্মা।
পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, করোনা সময়কালে সরকারি স্বাস্থ্যবিধি মেনে রথযাত্রার আয়োজন করা হয়েছে।জগন্নাথ দেবের কাছে শিলিগুড়িবাসীর সুস্থতা কামনা করেন তিনি। তিনি আরও বলেন, এখানে এসে ভগবানের সেবা করার সুযোগ পেয়েছি তার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।
শিলিগুড়ি ইসকন মন্দিরের মুখ্য জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেন, করোনা অতিমারি স্বাস্থ্যবিধি মেনে মন্দিরের ভেতরেই রথযাত্রার আয়োজন করা হয়েছে।এছাড়াও এই রথযাত্রা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।