শিলিগুড়িতে রিসোর্টে দেহ ব্যবসার ঘটনায় গ্রেফতার স্যান্ডি  

শিলিগুড়ি, ১৫ জুনঃ শিলিগুড়ির ব্লু মাউন্টেন রিসোর্টে দেহ ব্যবসার ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার এখনও অবধি ৫ জন।এই ঘটনায় গ্রেফতার পঞ্চম ব্যক্তির নাম সন্দীপ কোন্ডে ওরফে স্যান্ডি।শিলিগুড়িতে দেহ ব্যবসার কারবারে একাধিকবার গ্রেফতার হয়েছে সে।


জানা গিয়েছে, বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে স্যান্ডিকে গ্রেফতার করে এসওজি।আজ প্রধাননগর থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শিলিগুড়ি আদালতে পেশ করেছে।

উল্লেখ্য, গত ২৪ মে শিলিগুড়ির শালবাড়ির কাছে ব্লু মাউন্টেন নামে একটি রিসোর্টে অভিযান চালায় এসওজি ও  প্রধাননগর থানার পুলিশ। সেখানে রমরমা দেহ ব্যবসার কারবারের পর্দা ফাঁস করে পুলিশ।বাইরের রাজ্য থেকে আসা লোকেদের কাছে যুবতীদের পাঠানো হত।এরপর পার্টি করার নামে চলতো দেহব্যবসা।এই ঘটনায় গ্রেফতার করা হয় চারজনকে, উদ্ধার হয় এক যুবতী।


ধৃত রাজু সরকার, বিনীত গৌতম, অভিষেক গৌতম এবং ইকবাল আহমেদ হাসমিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।জিজ্ঞাসাবাদে উঠে আসে সন্দীপ কোন্ডে ওরফে স্যান্ডির নাম।এই স্যান্ডিই অভিযুক্ত রাজু সরকারকে যুবতীদের সরবরাহ করতো।

দেহ ব্যবসা চালানোর অভিযোগে স্যান্ডি এর আগেও কয়েকবার গ্রেফতার হয়েছিল।গতবছর মাটিগাড়ার একটি শপিং মলে স্পায়ের আড়ালে দেহ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার হয় স্যান্ডি।কিছুদিন জেলে থাকার পর জামিন পায় সে।এরপর ফের এই কারবার শুরু করে।এরপরই ফের একবার স্যান্ডিকে গ্রেফতার করলো পুলিশ।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তাঁর তদন্তে নেমেছে পুলিশ।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubaywin girişmatadorbet girişcasibomgrandpashabet giriş