শিলিগুড়ি, ২৩ এপ্রিলঃ আগামী ২৬শে এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা ভোট।শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে ভোটারদের সচেতনতার বার্তা দিতে শিলিগুড়িতে পৌঁছলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বাউল শিল্পী স্বপন দত্ত।
স্বপন দত্ত পূর্ব বর্ধমানের বাসিন্দা।শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে জেলায় জেলায় সচেতনতার বার্তা দিচ্ছেন তিনি।দ্বিতীয় দফায় দার্জিলিং সহ অন্যান্য লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে।ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজেই দিতে পারেন তারই সচেতনতার বার্তা নিয়ে শিলিগুড়ির রাস্তায় রয়েছেন এই শিল্পী।এদিন রাস্তায় রাস্তায় বাউল গানের মাধ্যমে সচেতনতার বার্তা দেন স্বপন দত্ত।
তাঁর বক্তব্য, প্রতিটি ভোট অমূল্য।নিজের ভোট নিজে দিন।ভোট নষ্ট করবেন না।বাড়ি বাড়ি এবং রাস্তায় ভোটের গুরুত্ব বোঝানোর কাজ করছেন তিনি।নিজের উদ্যোগেই বিভিন্ন লোকসভা কেন্দ্রে এই কাজ করছেন।
এদিন শিল্পী স্বপন দত্ত বলেন, শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সচেতনতার বার্তা দিতে জেলায় জেলায় পথে ঘুরছি। ভোটারদের থেকে ভালো সাড়াও পাচ্ছি।ভোটররা যাতে সকাল সকাল গিয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোট নিজেই দেয় সেই বার্তা দিচ্ছি। চারিদিকে ভোটকে ঘিরে ছাপ্পা ভোট ও আশান্তির অভিযোগ ওঠে।এরফলে ভোট দেওয়া থেকে বিরত থাকেন অনেকেই৷ তাদের মধ্যে ভোটদানের প্রতি আগ্রহ জাগানোর জন্যই শিল্পীর এই অভিনব উদ্যোগ।