শিলিগুড়িতে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক দার্জিলিং এবং জলপাইগুড়ির জেলাশাসকের

শিলিগুড়ি, ২১ এপ্রিলঃ করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি দেশে।এই পরিস্থিতিতে শিলিগুড়ি মহকুমা পরিষদে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন দার্জিলিঙের জেলাশাসক শশাঙ্ক শেঠি এবং জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু।


বৈঠক শেষে দার্জিলিং এর জেলাশাসক শশাঙ্ক শেঠি বলেন, করোনা পরিস্থিতির জন্য স্বাস্থ্য বিভাগ কতটা তৈরি এই বিষয়ে আজ আলোচনা হয়।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বেডের সংখ্যা বাড়িয়ে ২০০টি করা হবে।এছাড়াও ত্রিবেনীর কোভিড হাসপাতালে ১৫০টি বেডের জায়গায় ১৮০টি করা হবে।এছাড়াও জেলার সমস্ত সেফ হাউসে ৫০ শতাংশ বেডের সংখ্যা বাড়ানো হবে।বেসরকারি হাসপাতাল গুলোর ওপর নজর দেওয়ার কথা বলা হয়েছে।

জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রিড়াঙ্গনে বেডের সংখ্যা বাড়িয়ে ৩৫০টি করা হচ্ছে।জলপাইগুড়ি জেলার আওতায় শিলিগুড়ির ১৪টি ওয়ার্ড রয়েছে।এই সমস্ত ওয়ার্ডে থাকা সমস্ত বেসরকারি হাসপাতাল গুলিকে করোনা রোগীর জন্য বেডের ব্যবস্থা করার কথা বলা হবে।এদিনের বৈঠকে কনটেনমেন্ট জোন নিয়েও আলোচনা করা হয়।কোনো এলাকায় করোনা সংক্রমণ বেশী হলে সেই এলাকাকে কনটেনমেন্ট জোনের আওতায় আনা হবে।        


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş