শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ স্কুলের রেস্ট রুম থেকে উদ্ধার হল এক শিক্ষকের ঝুলন্ত দেহ। শিলিগুড়ির হাতিয়াডাঙা এলাকায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা। মৃত স্কুল শিক্ষকের নাম অভিজিত নাথ। জানা গিয়েছে তিনি ধূপগুড়ির বাসিন্দা।
সেখান থেকেই শিলিগুড়িতে আসতেন। ওই স্কুলে পড়ুয়াদের কম্পিউটার শেখাতেন তিনি। শিবরাত্রির জন্য বুধবার স্কুল বন্ধ ছিল। স্কুলের চাবি ওই শিক্ষকের কাছেই থাকতো। বৃহস্পতিবার স্কুলে আসার পরও স্কুল বন্ধ দেখেন শিক্ষক ও পড়ুয়ারা। এরপর অভিজিত নাথকে ফোন করা হলেও ধরেননি। পরে স্কুলের রেস্ট রুম খুলতেই সেখানে ঝুলন্ত দেহ পাওয়া যায়। পরে আশিঘর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।