শিলিগুড়ি, ১২ ডিসেম্বরঃ শিলিগুড়ির ব্যাঙডুবিতে শেষ শ্রদ্ধা জানানো হল হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত সেনাকর্মী সৎপাল রাইকে।
রবিবার দুপুরে দিল্লী থেকে বিশেষ বিমানে দেহ বাগডোগরায় নামে।এরপর সেখান থেকে কফিনবন্দী দেহ আসে ব্যাঙডুবিতে।সেখানে ভারতীয় সেনার তরফে শেষ শ্রদ্ধার ব্যবস্থা করা হয়েছিল।
এদিন সেখানে সৎপাল রাইকে শ্রদ্ধা জানাতে পৌঁছান দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত, পুরনিগমের প্রশাসক গৌতম দেব, দার্জিলিঙের বিধায়ক নিরজ জিম্বা সহ বিভিন্ন মহলের মানুষ।
ব্যাঙডুবিতের সৎপাল রাইয়ের স্ত্রী, ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।এদিন ব্যাংডুবি থেকে কফিনবন্দি দেহ নিয়ে তাকদার উদ্দেশ্যে রওনা দেয় পরিবার।সোমবার সেখানে শেষকৃত্য হবে।