শিলিগুড়ি, ১৯ জুলাইঃ দুর্ঘটনা রুখতে এবারে নতুন উদ্যোগ শিলিগুড়ি পুরনিগমের।শিলিগুড়িতে ভূগর্ভস্থ বিদ্যুৎ পরিষেবার কাজ শুরু হবে শীঘ্রই।বুধবার রাজ্য বিদ্যুৎ বন্টন দপ্তরের সঙ্গে ভার্চুয়ালী বৈঠকের পর এমনটাই জানালেন পুরনিগমের মেয়র গৌতম দেব।
বর্তমান পুরবোর্ড গঠনের পর শহরকে সৌন্দর্যায়ন ও দুর্ঘটনা রুখতে শহরের মূল রাস্তা সহ বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তার উপর থেকে বিদ্যুৎ এর তার সরিয়ে তা ভূগর্ভস্থ করার চিন্তাভাবনা নেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে একাধিকবার রাজ্যের বিদ্যুৎ বন্টন দপ্তরের সঙ্গে আলোচনাও সারেন।অবশেষে মিললো ছাড়পত্র।শীঘ্রই শিলিগুড়ির রাস্তার ওপর থেকে বিদ্যুতের তাঁর সরিয়ে ভূগর্ভস্থে স্থান পাবে বিদ্যুৎ এর কেবল তার।
বুধবার এই নিয়ে রাজ্য বিদ্যুৎ বন্টন দপ্তরের সঙ্গে ভার্চুয়ালী বৈঠক হয়।বৈঠক শেষে মেয়র জানান, বিদ্যুতের তার উপরে থাকায় নানান সমস্যায় পরতে হয় শহরবাসীকে।এরফলে যানযটের সমস্যাও মুখ্য কারন।হিলকার্ট,সেবক রোড,বিধান রোড সহ শহরের ১৬টি ওয়ার্ডের বেশকিছু অংশকে এর আওতায় আনা হবে।এর ফলে বিদ্যুৎ বন্টন যেমন সুষ্ঠভাবে হবে তেমনই সৌন্দর্যায়ন বৃদ্ধি ও যানযট সমস্যা কিছুটা হলেও কমবে।