শিলিগুড়ি, ২০ মার্চঃ অন্য ভাষা থাকলেও সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক করল শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ি শহরে শপিং মল থেকে শুরু করে বড় বড় দোকান, প্রতিষ্ঠানগুলিতে সাইনবোর্ড রয়েছে। তাতে ইংরেজি, হিন্দি থাকলেও বহু জায়গায় বাংলা ভাষা উধাও। এ নিয়ে বিভিন্ন সংগঠন এর আগে আন্দোলন, প্রতিবাদে সামিল হয়েছেন।
যেকারণে বহুদিন ধরেই দাবি উঠছিল শিলিগুড়ি শহরজুড়ে সাইনবোর্ড, হোর্ডিংগুলিতে বাংলা বাধ্যতামূলক করা হোক। কিছুদিন আগে এব্যাপারে মেয়র গৌতম দেবও জানিয়েছিলেন সাইনবোর্ডে বাংলা রাখতে হবে। এরপরই এব্যাপারে পুরনিগমের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাইনবোর্ড, হোর্ডিংয়ে অন্য ভাষা থাকলেও বাংলা রাখতেই হবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শপিং মল, রেস্টুরেন্ট, হাসপাতাল, অফিস থেকে শুরু করে অন্যান্য সংস্থাগুলিকে এই নির্দেশিকা মানতে হবে। পুরনিগমের এই বিজ্ঞপ্তি জারির পর অনেকেই প্রশংসা জানিয়েছেন।