শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ ভুয়ো সংস্থার নাম করে টাকা তোলার অভিযোগ।আটক করা হল এক ব্যক্তিকে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শক্তিগড় এলাকার দুই নম্বর রোডে।
অভিযোগ, ব্যক্তি এক শিশুর চিকিৎসার নামে অর্থ সংগ্রহ করছিল।স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নিয়ে সন্দেহ হয়।এরপরই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়।কথায় অসংগতি মেলায় স্থানীয়রা ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেয়।এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা কৌস্তব দত্ত জানান, এর আগেও পাড়ায় এই ধরনের সংস্থার লোকেরা এসে একই কায়দায় টাকা তুলেছিল।এটি একটি সংগঠিত চক্রের কাজ বলে সন্দেহ রয়েছে বলে জানান তিনি।
গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
