শিলিগুড়ি, ২ জানুয়ারিঃ এক সন্ন্যাসীর উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার রাতে শিলিগুড়ি সংলগ্ন ফারাবাড়ি নেপালি বস্তি এলাকায় বৃন্দাবনের বিশ্ব বিদ্যা ধাম ট্রাস্টের হিরন্ময় ব্যনার্জির উপর হামলা হয় বলে অভিযোগ। ভাগবত পাঠ সেরে সাহুডাঙ্গি এলাকায় এক ভক্তের বাড়িতে যাচ্ছিলেন তিনি। সেখান থেকে আসার সময় তাঁর গাড়িতে হামলা করা হয়। বাইকে দুইজন এসে হামলা করে বলে অভিযোগ। সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন সন্ন্যাসী। বৃহস্পতিবার তিনি আশিঘর ফাঁড়িতে অভিযোগ করেন।
তিনি জানান, ফেরার পথে গাড়ির পিছু নেওয়া হয়েছিল। গাড়ির পাশে এসে ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে হামলা করলে কাচ ভেঙে যায়। এর আগেও কোচবিহারে আমার উপর প্রাণনাশের হামলা চালায় কিছু দুষ্কৃতী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।