শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর ফিরলেন বিমল গুরুং।শিলিগুড়িতে ফিরে জনসভা মঞ্চ থেকে সুর চরালেন বিজেপির বিরুদ্ধে।সমর্থকদের আগামী নির্বাচনে তৃণমূলকে সমর্থন করার কথা বললেন গুরুং।
এদিন বিকেল ৪ টা ১৫ মিনিট নাগাদ ইন্দিরা গান্ধী ময়দানে এসে পৌছায় বিমল গুরুংয়ের গাড়ি।সমর্থকদের উল্লাসে গাড়ি থেকে মঞ্চে আসতেই আরও কিছুক্ষণ লেগে যায়।এরপর প্রায় আধঘণ্টা ভাষণ দেন বিমল গুরুং।
বক্তব্য দিতে গিয়ে বলেন, এর আগের নির্বাচনগুলিতে বিজেপিকে সমর্থন করলেও বিজেপি ধোকা দিয়েছে।গোর্খাল্যান্ড নিয়ে নিজেদের অবস্থান কখনো স্পষ্ট করেনি বিজেপি।দাবি-দাওয়া পূরণ করেনি।যেকারণে সাংসদ রাজু বিস্তের ইস্তফা দাবি করেন তিনি।বিজেপিকে জবাব দেওয়ার জন্য আগামী নির্বাচনে তৃণমূলকে সমর্থন করছেন বলে জানান।এর জন্য সকল কর্মী সমর্থকদের সমর্থন করার কথা বলেন তিনি।এছাড়াও নাম না করে অনীত থাপা ও বিনয় তামাংকে নিয়েও বক্তব্য রাখেন গুরুং।বিভিন্ন দুর্নীতির অভিযোগ করেন তাদের বিরুদ্ধে।আগামী কয়েকদিনের মধ্যে পাহাড়ের একাধিক জায়গায় সভা ও মিছিল করবেন বলে জানান বিমল গুরুং।