শিলিগুড়ি, ১২ জানুয়ারিঃ স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী পালন করলো দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ।
এদিন স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তনয় তালুকদারে নেতৃত্বে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়।বর্ণাঢ্য এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূলের দার্জিলিং জেলা (সমতলের) মুখপাত্র বেদব্রত দত্ত, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ,জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী সহ অন্যান্যরা।
এই শোভাযাত্রা শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।