শিলিগুড়ি, ২২ আগস্টঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।আজ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে দিনটি পালন করল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস।
জানা গিয়েছে, সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রার মাধ্যমে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আগাম বার্তা নিয়ে ঢাকে পড়ল কাঠি।বাজলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়ার স্তোত্রপাঠ।৫০টি ঢাক, উলুধ্বনি ও শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে ওঠে গোটা শহর।ট্যাবলোর মধ্য দিয়ে মহালয়া থেকে বিসর্জনের ছবি তুলে ধরা হয়।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।শোভাযাত্রায় শহরের সমস্ত পূজো কমিটি, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিন শোভাযাত্রায় পা মেলান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ সহ সমস্ত জেলা নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা।
এদিন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন,দুর্গা পুজো আমাদের গর্ব ও আবেগ।দূর্গা পুজো হেরিটেজ শিরোপা পাওয়ায় আমরা দিনটিকে বিশেষভাবে পালন করছি।

