শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ শিলিগুড়িতে এসে চারটি নতুন শ্রমবিধির সুবিধা সম্পর্কে আলোচনা করলেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য।
শিলিগুড়িতে ভারতীয় চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে সাংসদ রাজু বিস্ত, সাংসদ মনোজ টিগ্গা, বিজেপি বিধায়ক এবং চা বাগান শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য বলেন, চারটি নতুন শ্রমবিধি বাস্তবায়নের ফলে চা শ্রমিকরা সামাজিক নিরাপত্তা, ন্যূনতম মজুরি এবং কর্মসংস্থানে স্বচ্ছতা সহ অনেক নতুন সুবিধা পাবেন।অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মূলধারায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, যার ফলে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে।
এদিন সাংসদ রাজু বিস্ত বলেন, চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির একমাত্র অধিকার রাজ্য সরকারের। আলিপুরদুয়ার জেলার চা শ্রমিকদের সাথে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে এক মাসের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হবে এবং চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করা হবে।এই নিয়ে রাজু বিস্ত বলেন, কেন্দ্রীয় সরকার শ্রমিকদের কল্যাণের জন্য অসংখ্য প্রকল্প বাস্তবায়ন করছে।তবে রাজ্য সরকারের দায়িত্ব মজুরি নির্ধারণ করা।
