শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ বয়স্ক কিংবা শয্যাশায়ী।এমন মানুষদের পক্ষে স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতালে গিয়ে করোনা টিকা নেওয়া কার্যত অসম্ভব। সেই নাগরিকদের কথা ভেবে এবার শিলিগুড়িতে দুয়ারে ভ্যাকসিন শুরু করল শিলিগুড়ি পুরনিগম।
মঙ্গলবার থেকে এই দুয়ারে ভ্যাকসিন শুরু হয়েছে।শহরের বিভিন্ন ওয়ার্ডে যারা অসুস্থ ও শয্যাশায়ী তাঁদের বাড়িতে গিয়ে করোনার টিকা দেওয়া হবে।এদিন পুরনিগমে সবুজ পতাকা দেখিয়ে দুয়ারে ভ্যাকসিনের গাড়ির ফ্ল্যাগ অফ করেন প্রশাসক গৌতম দেব।
তিনি জানান, “শহরে এখনও কিছু মানুষ টিকা নেননি।দ্বিতীয় ডোজও বাকি রয়েছে।যারা বয়স্ক ও শয্যাশায়ী তাদের দুয়ারে ভ্যাকসিনের মাধ্যমে টিকা দেওয়া হবে।স্বাস্থ্যকর্মীরাই বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন’’।