শিলিগুড়ি, ১৮ নভেম্বরঃ করোনার ধাক্কা সামলে শিলিগুড়িতে শুরু হল ফুটবল লিগ। বৃহস্পতিবার সকাল থেকেই সুপার ডিভিশনের খেলা শুরু হল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে।
আজকের ফুটবল ম্যাচ ছিল দাদাভাই স্পোর্টিং ক্লাব বনাম রবীন্দ্র সংঘের। খেলোয়াড়দের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান বিজেপি নেতা নান্টু পাল, পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা ক্রিড়া পরিষদের সচিব কুন্তল গোস্বামী সহ অন্যান্যরা।
প্রতিবারের মত পাহাড়ের খেলোয়াড়রাও রয়েছে। শিলিগুড়ি মহকুমা ক্রিড়া পরিষদের সচিব কুন্তল গোস্বামী বলেন, সবথেকে আনন্দের বিষয় এবার লীগে মহিলা রেফারি আমাদের সহযোগিতা করছে।