আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে উত্তরবঙ্গ ফুল মেলা

শিলিগুড়ি, ৩০ জানুয়ারিঃ আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে উত্তরবঙ্গ ফুল মেলা।আজ সাংবাদিক বৈঠক করে জানালেন শিলিগুড়ি হর্টিকালচারাল সোসাইটির সদস্যরা।


জানা গিয়েছে, এবছর প্রায় ৩ হাজার টবের ফুল নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি ফুল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।উপস্থিত থাকবেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন দপ্তরের উদ্যোগে ফুল চাষ ও বিপণন বিষয়ক সেমিনারের আয়োজন করা হবে। পাশাপাশি সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতাও থাকছে।


এই ফুল মেলায় নিজেদের উৎপাদিত ফুল, গাছ, ফল ও সবজি প্রদর্শন ও বিক্রি করতে পারবেন কৃষকরা। এর মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি দেশীয় উৎপাদনের প্রসার ঘটবে বলে জানিয়েছেন আয়োজকরা।আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ফুল মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *