আগামী ১৩ই ডিসেম্বর শিলিগুড়িতে শুরু হচ্ছে নাট্যোৎসব ২০২৪   

শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ আগামী ১৩ই ডিসেম্বর শিলিগুড়িতে শুরু হচ্ছে নাট্যোৎসব ২০২৪।১৭ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।সোমবার সাংবাদিক সম্মেলন করে জানালেন মেয়র গৌতম দেব।


বাণিজ্যের পাশাপাশি উত্তরবঙ্গ সংস্কৃতির শহর হিসেবেও পরিচিত।শহরের মানুষ নাটক দেখতে এখনও ভিড় জমান।প্রতিবছরের মত এবছরও উত্তরবঙ্গ সাংস্কৃতিক পরিষদের তরফে নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।     

এদিন সাংবাদিক সম্মেলনে মেয়র গৌতম দেব জানান, আগামী ১৩ ডিসেম্বর নাট্য উৎসব শুরু হবে। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।নৈহাটি ব্রাত্যজন প্রযোজনা, মালদা থিয়েটার প্ল্যাটফর্ম প্রযোজনা, রঙ্গকর্মী কলকাতা সহ বেশকিছু নাট্যদল এবারে থাকছে।নাটক বা থিয়েটারের প্রতি মানুষের আগ্রহ বাড়াতেই এই উৎসবের আয়োজন বলে জানান তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *