শিলিগুড়ির কাওয়াখালিতে শুরু হল আতশবাজির মেলা

শিলিগুড়ি, ২১ অক্টোবরঃ দীপাবলির আগে শিলিগুড়ির কাওয়াখালির মাঠে শুরু হল আতশবাজির মেলা।এদিন মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত জেলাশাসক ধীমান বারুই, সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় সহ অন্যান্যরা।


জানা গিয়েছে, শিলিগুড়ির কাওয়াখালির আতশবাজির মেলায় এবছর ৫০টি স্টল বসেছে।এদিন স্টলগুলি পরিদর্শন করেন অতিরিক্ত জেলাশাসক ধীমান বারুই, সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়।সবুজ বাজি ছাড়া অন্য কোন শব্দবাজি বিক্রি হচ্ছে কিনা তারদিকেও নজর রাখা হচ্ছে।শিলিগুড়ির পাশাপাশি গোটা রাজ্যেই আতশবাজি মেলার আয়োজন করা হয়েছে।গতবারের তুলনায় এবছর মেলার সংখ্যাও বেড়েছে।

এই বিষয়ে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় জানান, এবছর রাজ্যজুড়ে ৭২টি মেলা হচ্ছে।বর্তমানে এই আতশবাজিকে শিল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।এরজন্য সরকারি অনুদানও পাবেন ব্যবসায়ীরা।মেলায় সমস্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সবুজ আতশবাজি আসছে পশ্চিমবঙ্গে।মাথাভাঙাতেও কারখানা তৈরি করার কথা ভাবা হচ্ছে।এজন্য সরকারের তরফে ১ কোটি ৯৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *