শিলিগুড়ি, ১০ জানুয়ারিঃ মানুষের সমর্থন আদায় করতে শিলিগুড়িতে জন সংযোগ কর্মসূচি শুরু করল বামফ্রন্ট।জানা গিয়েছে, ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি অবধি জনসংযোগ কর্মসূচি চলবে।
রবিবার এই কর্মসুচি উপলক্ষ্যে বামেদের সমস্থ বুথকে লাল পতাকায় মুরিয়ে ফেলা হয়।মুলত রাজ্যের মানুষের মনে ফের বাম মনোভাব জাগিয়ে তুলতেই তাদের এই কর্মসুচি।এদিন পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসুচির সূচনা হয়।কর্মী-সমর্থকদের নিয়ে মানুষের দরবারে পৌছান শিলিগুড়ির বিধায়ক তথা বাম নেতা অশোক ভট্টাচার্য।
অশোক ভট্টাচার্য জানান, ‘তৃণমুল ও বিজেপি মানুষের সঙ্গে প্রতারণা করছে।দেশে বেকারত্ব ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।দুর্নীতি,দ্রব্যমুল্য বৃদ্ধি ঠেকাতে রাজ্য এবং কেন্দ্র দুটো সরকারই বিফল।বামফ্রন্ট মানুষের পাশে ছিল, থাকবে।এই বার্তাই দেওয়া হচ্ছে মানুষের মধ্য’।