শিলিগুড়ি, ২ জুলাইঃ ১২ বছর বয়সী পর্যন্ত বাচ্চার মায়েদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।সেইমতে শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে শুক্রবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মায়েদের জন্য শুরু হল করোনা টিকাকরন।এদিনের শিবির উদ্বোধন করেন পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের এলাকার শুন্য থেকে বারো বছর বয়সী পর্যন্ত বাচ্চার মায়েদের এই শিবিরে টিকা দেওয়া হবে।
এদিন গৌতম দেব বলেন, বর্তমানে ১২ বছর বয়সী পর্যন্ত বাচ্চার মায়েদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হল।শিলিগুড়িতে মোট ১১টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ চলছে।পরবর্তীতে প্রত্যেকটি ওয়ার্ডে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।
এদিনে শিবিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার সহ অন্যান্যরা।