শহরের নদীগুলিতে ছন্দে ফেরাতে তৎপর পুরনিগম! শুরু হয়েছে বিভিন্ন নদী সাফাইয়ের কাজ

শিলিগুড়ি, ২৩ মেঃ শহরের মৃতপ্রায় নদীগুলিকে পুরনো ছন্দে ফিরিয়ে আনতে তৎপর শিলিগুড়ি পুরনিগম। মহানন্দা অ্যাকশন প্ল্যানের আওতায় মহানন্দা নদী সংস্কারের পাশাপাশি শিলিগুড়ি শহর এবং শহর লাগোয়া অন্যান্য নদীগুলিকে সাফাই করার কাজ শুরু করেছে পুরনিগম।


জানা গিয়েছে, নদী সাফাই সহ নদী সংলগ্ন এলাকায় সৌন্দর্যায়ন নিয়ে মোট ১০ কোটি টাকার কাজ প্রথম পর্যায়ে করা হচ্ছে।বর্ষার সময় যাতে নদীর জলস্তর স্বাভাবিক থাকে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্যই নদী পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে।

এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, দীর্ঘদিন ধরে নদীগুলি বেহাল দশায় পরিণত হয়েছিল।এর আগের বোর্ড নদী সংস্কারের ক্ষেত্রে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তৃণমূল পরিচালিত বোর্ড এই কাজ শুরু করেছে। স্বাধীনতার পর এই প্রথমবার সেচ দপ্তরের পক্ষ থেকে নদী সংস্কার করা হচ্ছে।ফুলেশ্বরী, জোড়াপানি সহ মহিষমারি, সাহু নদীতেও কাজ হবে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuDeneme Bonusu Veren Sitelercasibom girişdeneme bonusu