শিলিগুড়ি, ৫ মার্চঃ শিলিগুড়ি বিধানসভায় ওমপ্রকাশ মিশ্রকে তৃণমূল প্রার্থী ঘোষনা করতেই ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল নেতা নান্টু পাল।আজ দুপুরে নাম ঘোষণার পর থেকেই দলের অন্দরে অসন্তোষের খবর মিললেও প্রকাশ্যে মুখ খুলেননি কোনও নেতা।বিকেলে অবশেষে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন তৃণমূল নেতা নান্টু পাল।
তিনি বলেন, শিলিগুড়ি থেকে অন্য কেউ প্রার্থী হলে অসুবিধা ছিল না।তবে ওমপ্রকাশ মিশ্রর নাম তিনি ভালো ভাবে নেননি।তিনি আরও বলেন, অশোক ভট্টাচার্যকে হারাতে শিলিগুড়িতে ভূমিপুত্রের প্রয়োজন ছিল।এছাড়াও বিধায়ক যদি বহিরাগত হয় তবে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। সেক্ষেত্রে শিলিগুড়িতে ভূমিপুত্রেরই প্রয়োজন ছিল।একারণে এর আগে বাইচুং ভুটিয়াকে প্রার্থী করায় তৃণমূল হেরেছিল।
এছাড়াও বলেন, অনেক কাজ শিলিগুড়ির উন্নতির স্বার্থে করা বাকি আছে।সেই কাজগুলো বহিরাগত নেতা করতে পারবে কিনা এই বিষয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।কিছুদিন আগেও ওমপ্রকাশ মিশ্র মুখ্যমন্ত্রীর সমালোচক ছিলেন, আজ তাকেই প্রার্থী ঘোষনা করায় নিরাশ নান্টু পাল।