শিলিগুড়ি, ৫ নভেম্বরঃ স্টিকার নিয়ে ক্ষোভ।টোটো বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন চালকেরা। দুর্গাপুজোর আগে শিলিগুড়িতে টোটোগুলিকে রুটভিত্তিক আলাদা করে দেওয়া হয়েছে।টোটোগুলিকে চারটি রুটে আলাদ করে দেওয়া হয়েছে।ট্রাফিক পুলিশের তরফে টোটোগুলিতে সবুজ, হলুদ, নীল, বেগুনী রঙের স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে।প্রতিটি রঙের স্টিকার লাগানো টোটোগুলিকে আলাদা আলাদা রুট করে দেওয়া হয়েছে।
কিন্তু সেই স্টিকার সরানোর দাবি নিয়েই এবার সরব হয়েছে চালকেরা।মঙ্গলবার মহাত্মা গান্ধী মোড়ে সবুজ স্টিকার যুক্ত টোটোর চালকেরা বিক্ষোভ দেখান। তাঁদের কথা, সবুজ স্টিকারের টোটোগুলিকে ফুলবাড়ি, বর্ধমান রোড হয়ে জংশন পর্যন্ত রুট দেওয়া হয়েছিল।কিন্তু চালকদের অভিযোগ তাঁদের জংশন পর্যন্ত যেতে দেওয়া হচ্ছেনা।মহাত্মা গান্ধী মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
টোটো আটকাতেই বিক্ষোভ দেখানো শুরু করে চালকেরা।মহাত্মা গান্ধী মোড়ে অবরোধ করা হয়। পরে পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। সোমবার চালকদের সঙ্গে আলোচনায় বসার কথা বলা হয়েছে পুলিশের তরফে।