শিলিগুড়ি, ১৮ আগস্টঃ শিলিগুড়ি শহরে টোটোর অবাধ চলাচলে এবার রাশ টানতে উদ্যোগী হল শিলিগুড়ি পুরনিগম। শুক্রবার শিলিগুড়ি পুরনিগমে পুলিশ, পরিবহন দফতরের আধিকারিকদের নিয়ে আলোচনায় বসেন মেয়র গৌতম দেব। সেখানে টোটোগুলিকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় ও বিনা নম্বরের টোটোর ক্ষেত্রে কীভাবে পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও টোটোর রুট নিয়েও কথা হয় সেখানে।
গত কয়েক বছরে শিলিগুড়িতে লাগাতারভাবে টোটোর সংখ্যা বেড়েই চলেছে। এখন প্রায় কুড়ি হাজার টোটো শিলিগুড়িতে চলাচল করে। এরমধ্যে বহু টোটোর নম্বর নেই। শহরের যত্রতত্র টোটোর স্ট্যাণ্ডের জেরেও সমস্যা বাড়ছে।
এছাড়াও জাতীয় সড়কগুলি দিয়েও টোটো চলাচল করতে দেখা যায়। যেকারণে এগুলি কীভাবে বন্ধ করা যায় তা নিয়ে বিস্তারিত একটি নির্দেশিকা দেওয়া হবে। টোটো নিয়ে একটি নির্দিষ্ট গাইডলাইন আনা হবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব।
Sohorer rastar pase guidline diye arekti rasta baniye totor jonno alada route korte parle somossar somadhan hobe.