শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ শিলিগুড়ির চামটা রেলওয়ে ব্রিজের নিচে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবক রেললাইন ধরে হাঁটছিল।সেইসময় একটি দ্রুতগামী ট্রেন তাকে ধাক্কা মারে।ট্রেনের ধাক্কায় রেলওয়ে ব্রিজের নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি।
পরে স্থানীয়রা মাটিগাড়া থানা এবং রেলওয়ে পুলিশকে খবর দেয়।জংশন টাউন জিআরপি পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
