শিলিগুড়ি, ২ এপ্রিলঃ দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়িতে তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে কর্মীসভা অনুষ্ঠিত হল।
রাজ্যে মহিলা ভোটার রয়েছে প্রায় ৪৯ শতাংশ।রাজ্যের চার কোটি সেই মহিলা ভোটারকে পাখির চোখ করে এবারের লোকসভা নির্বাচনে প্রচারে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেস।মঙ্গলবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে শতাধিক মহিলা কর্মী-সমর্থক এবং বুথ সভানেত্রী ও জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এদিন ‘আমার বুথে আমি সাথে’ এই স্লোগান তুলে খোদ চন্দ্রিমা ভট্টাচার্য বাড়ি বাড়িতে গিয়ে প্রচার করেন।পাশাপাশি প্রচারের রণকৌশল ঠিক করে দেন।এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা বোস মিত্র সহ অন্যান্যরা।