শিলিগুড়ি, ২১ জুলাইঃ মাংস খাওয়ার জন্য পাচার হচ্ছিল কচ্ছপ।গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়িতে ১৫ টি কচ্ছপ উদ্ধার করল বৈকুন্ঠপুর ডিভিশনের শারুগাড়া রেঞ্জের বনকর্মীরা।
বুধবার ভোরে রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে মাটিগাড়ায় একটি বাসে তল্লাশি চালানো হয়।বাস থেকে ভাবন সরকার নামে এক গঙ্গারামপুরের বাসিন্দাকে ধরা হয়।
ধৃতের কাছ থেকে কয়েকটি ব্যাগ পাওয়া যায়।সেই ব্যাগগুলি থেকে ৩ টি পূর্ণবয়স্ক কচ্ছপ সহ মোট ১৫ টি কচ্ছপ উদ্ধার করেন বনকর্মীরা।বাসটিকেও আটক করে বনদফতর।বিহার থেকে গঙ্গারামপুরে কচ্ছপগুলি নিয়ে আসা হয়েছিল।এরপর বাসে শিলিগুড়ি নিয়ে আসা হয়।
এদিন বৈকুন্ঠপুর ডিভিশনের সহকারি বনাধিকারিক জয়ন্ত মন্ডল জানান, মূলত মাংস খাওয়ার জন্য কচ্ছপগুলি পাচার করা হয়।১ জনকে ধরা হয়েছে।চোরা বাজারে ২০০০ টাকা কেজি দরে কচ্ছপের মাংস বিক্রি হয়।এদিন ধৃত ভাবন সরকারকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।