শিলিগুড়ি,২ জানুয়ারি: চুরি যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হল টোটো।ঘটনায় একজনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, বুধবার রাতে পশ্চিম ধনতলা এলাকা থেকে
আব্দুল আজিজ নামে এক ব্যক্তির টোটো চুরি যায়।এরপরই তিনি নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে পুলিশ।ফুলবাড়ি মার্ডার মোড় এলাকা থেকে বিরাজ বর্মন নামে এক যুবককে গ্রেফতার করে তার হেফাজত থেকে ওই টোটোটি উদ্ধার করে পুলিশ।কাশ্মীর কলোনি এলাকাতে লুকিয়ে রাখা ছিল টোটোটি।
ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়।