শিলিগুড়ি, ২৬ এপ্রিল: শনিবার সকালে শিলিগুড়ির দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উড়ালপুলে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত অবস্থায় অপর এক যুবক চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন সকালে স্কুটিতে করে দুই বন্ধু যাচ্ছিলেন উড়ালপুল দিয়ে। আচমকা স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা উড়ালপুলে গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম হন দুইজন।
দ্রুত তাঁদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুরজ দাস নামে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন। অপর যুবক মহম্মদ আমোনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে। জানা গেছে, তাঁর পায়ে, মুখে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত রয়েছে।