শিলিগুড়ি, ৩ জানুয়ারিঃ শিলিগুড়ির তিরঙ্গা মোড়ে ভাড়া ঘর থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।মৃতার নাম ফুলবতী।মৃত মহিলা দিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, মহিলা গত দেড় বছর ধরে এক যুবকের সঙ্গে শিলিগুড়িতে ইভেন্টের কাজ করতেন।গত ৩১ ডিসেম্বর রাতে পরিবারের সঙ্গে কথাও বলেছিলেন মহিলা।এরপর ১ জানুয়ারী ঘর থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।ভক্তিনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়।সেখান থেকে আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে পাঠানো হয়েছে।
মহিলার দিদি জানান, শিলিগুড়িতে শুভঙ্কর নামে এক যুবকের সঙ্গে ইভেন্টের কাজ করতো ফুলবতী।৩১ ডিসেম্বর রাতে জানিয়েছিল শুভঙ্কর তার বেধড়ক মারধর করে।তার অত্যাচার সহ্য করতে পারছে না বলে জানায়।এই কথা বলেই মোবাইল বন্ধ করে দেয় সে।এরপর থেকে মোবাইল বন্ধই ছিল।গত ১ জানুয়ারী পুলিশের কাছ থেকে ফুলবতীর মৃত্যুর খবর পান তারা।শুভঙ্কর নামে ওই যুবকের অত্যাচারেই তার বোন এই পদক্ষেপ নিয়েছে বলে দাবী করেন।ঘটনায় ন্যায় বিচারের দাবী জানান তিনি।