শিলিগুড়ি, ১৪ ডিসেম্বরঃ অ্যান্টি ভাইরাস এবং সফটওয়্যার দেওয়ার নাম করে চলছিল প্রতারণা।যৌথভাবে অভিযান চালিয়ে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস করলো এসওজি, পানিট্যাঙ্কি ফাঁড়ি, শিলিগুড়ি থানা এবং সাইবার ক্রাইম টিম।ঘটনায় গ্রেফতার ১০ জন।
ধৃতদের নাম মহম্মদ আরশাদ, মহম্মদ অমন রাজা, মহম্মদ ওমর, ফিরোজ খান, আব্দুল তৌহিত, রোহিত গুপ্তা, রাজেশ সাউ, সৌম্য বিকাশ কুন্ডু, মেহতা আহমেদ আনসারি এবং অভিজিৎ দাস।ধৃতরা সকলে কলকাতার বাসিন্দা।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত খুদিরামপল্লীর শিশির ভাদুরী সরণীতে একটি ভবনের তৃতীয় তলে ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভুয়ো কল সেন্টারের কারবার চলছিল।এই কল সেন্টারের আড়ালে ভিন রাজ্য সহ বিদেশে অ্যান্টি ভাইরাস এবং সফটওয়্যার দেওয়ার নাম করে মানুষকে প্রতারণা করা হচ্ছিল।এই খবর পেয়েই শুক্রবার গভীর রাতে এসওজি, পানিট্যাঙ্কি ফাঁড়ি, শিলিগুড়ি থানা পুলিশ ও সাইবার ক্রাইম টিম যৌথভাবে অভিযান চালিয়ে দশজনকে গ্রেফতার করে।ঘটনাস্থল থেকে ৬টি ল্যাপটপ, কয়েকটি মোবাইল ফোন সহ বিভিন্ন নথী উদ্ধার করা হয়।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় অন্য জায়গাতেও এমনই কল সেন্টার চলছে তাদের।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।বর্তমানে কল সেন্টারের মাস্টারমাইন্ডের খোঁজ শুরু করেছে পুলিশ।