শিলিগুড়ি,২০ ফেব্রুয়ারিঃ পাচারের আগে ২৪ কেজি সোনা সহ শিলিগুড়িতে ধরা পড়ল ২ জন। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর অক্ষয় সিরকান্ডে ও রুশিকেশ গৌরভ নামে মহারাষ্ট্রের ২ যুবককে ধরে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকেলে বর্ধমান রোডে একটি বাস থেকে ২ জনকে ধরা হয়।
জানা গিয়েছে, কোচবিহার থেকে ধৃতরা বাসে শিলিগুড়ি আসছিল। তাদের কাছ থেকে ১৫০ টি সোনার বিস্কুট পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১১ কোটি ৫৬ লক্ষ ৮৫ হাজার টাকা। মায়ানমার থেকে এই সোনা মনিপুর হয়ে দিল্লীর উদ্দেশ্যে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের জামায় বিশেষ পকেটে এই সোনার বিস্কুটগুলি লুকোনো ছিল। তল্লাশি চালিয়ে সেগুলি উদ্ধার করে ডিআরআই এর আধিকারিকেরা। শনিবার ধৃত ২ যুবককে শিলিগুড়ি আদালতে তোলা হয়।