শিলিগুড়ি,২ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় বিহারের যোগ।তদন্তের স্বার্থে বিহার যেতে পারে ভক্তিনগর থানার পুলিশ।
উল্লেখ্য, গতমাসের ২৯ তারিখ গভীর রাতে ইস্টার্ন বাইপাসের কাছে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড তাজা কার্তুজ সহ নিতেশ সাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল ভক্তিনগর থানার পুলিশ।এরপর ৩০ তারিখ ধৃতকে জলপাইগুড়ি আদালতে তুলে ৮ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।সেইসময় জিজ্ঞাসাবাদের দরুন পুলিশ জানতে পারে নিতেশ সাহ বিহারের খগরিয়া জেলার বাসিন্দা।সম্প্রতি শিলিগুড়িতে থাকছিল সে।তবে বিহারের দুষ্কৃতীদের চক্রের সঙ্গে যোগাযোগ রয়েছে তার।তার কাছ থেকে যে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছিল তাও বিহার থেকে আনা হয়েছিল।
ইতিমধ্যেই ভক্তিনগর থানায় একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানিয়েছেন এসিপি শুভেন্দ্র কুমার।তিনি বলেন, ভক্তিনগর থানার আইসি অমরেশ সিংহ এবং তার টিম অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ওই ব্যক্তিকে ২৯ তারিখে গ্রেফতার করে।ধৃতকে জেরা করার মাধ্যমে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে।তদন্তের স্বার্থে বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিহারও যেতে পারে ভক্তিনগর থানার পুলিশের বিশেষ টিম।