শিলিগুড়ি,২৭ মেঃ শিলিগুড়িতে আসলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।শুক্রবার কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে আসেন তিনি।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত ফুটবল ম্যাচের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিজির এই সফর বলে জানা গিয়েছে।এদিন উত্তরবঙ্গের আইজি ডিপি সিং, শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা বিমানবন্দরে ডিজিকে স্বাগত জানান।জিটিএ নির্বাচন ও শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের আগে ডিজির এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
