শিলিগুড়ি, ২৫ মেঃ লকডাউনে অসহায় পরিযায়ী শ্রমিকরা। লকডাউনের পর থেকে বহু শ্রমিক পায়ে হেঁটে বা সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে হাজার হাজার মাইল পাড়ি দিয়েছেন।
মহারাষ্ট্র থেকে সাইকেলে করে রবিবার রাতে শিলিগুড়ি জংশনে এসে পৌছায় অসমের ১৮ জন শ্রমিক। শ্রমিকরা জানান, গত ১৩ মে রওনা দিয়েছেন তারা। এদিন জংশনে পৌঁছানোর পর শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম তাদের থার্মাল স্ক্রিনিং করিয়ে খাবারের ব্যবস্থা করে।
এরপর সংস্থার তরফে খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিশকে। খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চম্পাসারির শ্রী গুরু বিদ্যা মন্দির স্কুলে ওই শ্রমিকদের থাকার ব্যবস্থা করে। আজ প্রশাসনিক সাহায্যে সেই শ্রমিকদের অসমে পাঠানোর ব্যবস্থা করে হবে বলে জানা গিয়েছে।