রাজ্য সরকারের উদ্যোগে শিলিগুড়িতে আটকে থাকা মানুষদের নিয়ে দক্ষিণবঙ্গে রওনা দিল বাস

শিলিগুড়ি, ৯ মেঃ লকডাউনে শিলিগুড়িতে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও বিভিন্ন কারণে আটকে পড়া মানুষদের দক্ষিণ ২৪ পরগণায় পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।


উল্লেখ্য, লকডাউনে জেরে বহু পরিযায়ী শ্রমিক ও মানুষ শিলিগুড়িতে আটকে রয়েছে।এবারে সেই সকল শ্রমিকদের বাড়ি পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

জানা গিয়েছে, আটকে পড়া শ্রমিকেরা মহকুমা শাসকের কাছে লিখিতভাবে আবেদন করেন।এরপরই প্রশাসনের তরফে শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।


আজ শিলিগুড়ি জংশন তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে ১০টি বাসে প্রায় ৩০০ জন শ্রমিককে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।বিকেল ৫টা নাগাদ শ্রমিকদের নিয়ে রওনা দিয়েছে বাসগুলি। 

রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি পরিযায়ী শ্রমিক সহ অন্যান্য মানুষেরা।বাড়ি যেতে পেরে রাজ্য সরকারকে ধন্যবাদও জানিয়েছেন শ্রমিকেরা।

অন্যদিকে এদিন সমাজসেবী রাজু সারিনের সহায়তায় বাড়ি ফেরত শ্রমিকদের হাতে খাবার ও জলের বোতল তুলে দেন তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomcasibomOnwincasibom giriş