শিলিগুড়ি,২০ জানুয়ারিঃ ইউনিক ফাউন্ডেশন টিম ও দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়নের যৌথ উদ্যোগে ২৩ জানুয়ারী অনুষ্ঠিত হতে চলেছে’ শহীদের জন্য দৌড়’ প্রতিযোগিতা।
এদিন শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সুশান্ত পাল জানান, শুকনা থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হবে এবং তা শেষ হবে দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন ক্লাবে এসে। ১৫ বছর বয়স থেকে শুরু করে সকল বয়সীরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন।
দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়নের তরফে অনুপ বসু জানান, নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন ও বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এই দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।সেকারনেই ওইদিনের অনুষ্ঠানে শহীদদের পরিবার উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন মন্ত্রী গৌতম দেব, এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীরচক্র সম্মানে সম্মানিত ক্যাপ্টেন গ্যানেন্দ্র কুমার রাই।
জানা গিয়েছে, মহিলা ও পুরুষ বিভাগের প্রথম ১০ জন প্রতিযোগীকে মেডেল ও ট্রফি দিয়ে সম্মানিত করা হবে।মেডেল ও ট্রফিগুলিও থাকবে শহীদদের নামানুসারে।এছাড়াও তাদের জন্য থাকবে নগদ পুরস্কার।