শিলিগুড়িতে বামেদের প্রতিবাদ মিছিল

শিলিগুড়ি,১৫ ফেব্রুয়ারিঃ ‘নবান্ন অভিযানে কাজের পরিবর্তে মিলেছে লাঠির আঘাত,তাতে গিয়েছে প্রাণ, তাই আমরা আবার ধিক্কার জানাই’।এই শ্লোগান তুলে আজ শিলিগুড়িতে মিছিল করল বাম সংগঠনগুলি।


দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার বলেন, ‘বাম ছাত্র সংগঠনের ডাকে গত ১১ই ফেব্রুয়ারি ‘বেকারদের কাজ চাই’ দাবি নিয়ে নবান্ন অভিযান ছিল।সেই অভিযানে পুলিশের লাঠির আঘাতে অনেক ছাত্রছাত্রী আহত হন।এই আহত ছাত্র-ছাত্রীদের মধ‍্যে অনেকের অবস্থা গুরুতর ছিল।মইদুল ইসলাম মিদ‍্যা নামক এক বাম যুব নেতা আজ সকালে মারা গিয়েছেন।এই বর্বরতা মেনে নেওয়া যায় না।এই ঘটনার প্রতিবাদে আমাদের মিছিল’।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *