শিলিগুড়িতে বামেদের পুরনিগম অভিযান

শিলিগুড়ি,১৭ আগস্টঃ অবিলম্বে পুর নির্বাচনের দাবি সহ ৮ দফা দাবিতে শিলিগুড়ি পুরনিগমে বামেদের অভিযান।উপস্থিত ছিলেন বাম নেতা অশোক ভট্টাচার্য,সিপিআইএম এর দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার সহ একাধিক বাম নেতা-কর্মীরা।


এদিন দীর্ঘক্ষণ পুরনিগমের গেটের সামনে বিক্ষোভ দেখান বাম নেতা-কর্মীরা।অশোক ভট্টাচার্য বলেন, পুর বোর্ডের সময়সীমা অতিক্রম হয়ে গেলেও শুধুমাত্র হারের ভয়ে নির্বাচন না করে অনৈতিকভাবে পুর প্রশাসক বসিয়ে পুরনিগমের ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে রাজ্য সরকার।তাই আমরা দাবি জানাচ্ছি শীঘ্রই পুর নির্বাচন করা হোক।পাশাপাশি বর্তমান প্রশাসনিক বোর্ড গরীব মানুষের সমস্তরকম ভাতা বন্ধ রেখে লক্ষ-লক্ষ টাকা ব্যয় করে পুরনিগমকে ঝা চকচকে করছে।এছাড়াও টিকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দলবাজির অভিযোগও আনেন অশোক ভট্টাচার্য।তিনি আরও বলেন, আপাতত পুরনিগমকে হলুদ কার্ড দেখিয়ে গেলাম।এরপর দাবি মানা না হলে লাল কার্ড দেখানো হবে।

এদিকে অশোক ভট্টাচার্যের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রঞ্জন সরকার।অশোক ভট্টাচার্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, শিলিগুড়ির মানুষ তাকে ইতিমধ্যেই লাল কার্ড দেখিয়ে দিয়েছে।হাতে গোনা কয়েকটা ভোট পেয়েছেন।তার মুখে এতো কথা মানায় না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *