শিলিগুড়ি,২৭ জুলাইঃ পেনশন তুলে ফিরছিলেন বাড়িতে। সেইসময় ব্যাগ থেকে চুরি হয়ে গেল পেনশনের টাকা। চোরের উপদ্রবে এখন শিলিগুড়িতে আতঙ্কে থাকতে হচ্ছে অনেককেই।
বুধবার পেনশন তুলে বাজারে গিয়েছিলেন শিলিগুড়ির ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমিতাভ চক্রবর্তী। সেসময় তাঁর ব্যাগ থেকে প্রায় ২০ হাজার টাকা চুরি হয়ে যায়। জানা গিয়েছে, কোর্টমোড়ের কাছে একটি ব্যাঙ্ক থেকে পেনশনের টাকা উঠিয়ে তিনি মহাবীরস্থান বাজারে গিয়েছিলেন। কিন্তু তাঁর বুঝে ওঠার আগেই ব্যাগ থেকে চুরি হয়ে যায় টাকা। মহাবীরস্থানে রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা এক যুবক তাকে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পর অমিতাভ বাবু বুঝতে পারেন ব্যাগে থাকা তার পেনশনের টাকা নিয়ে চম্পট দিয়েছে ওই যুবক। এরপরই মার্কেট কমিটির সঙ্গে যোগাযোগ করে সিসিটিভি ফুটেজ জোগাড় করেন তিনি। সেখানেই দেখা যায় এক যুবক তাঁর পিছু নিয়েছিল। এরপর তাঁকে ধাক্কা দেয়। সেসময় ব্যাগে হাত ঢুকিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর মেয়র গৌতম দেবকেও বিষয়টি জানিয়েছেন তিনি। অন্যদিকে শিলিগুড়ি থানাতেও এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন অমিতাভ বাবু। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।