শিলিগুড়ি,৫ সেপ্টেম্বরঃ বিপজ্জনক অবস্থায় থাকা একটি বাড়ি ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম। বৃহস্পতিবার শিলিগুড়ির ৮ নম্বর ওয়ার্ডের শিবাজি রোডে বিপজ্জনক অবস্থায় থাকা বাড়িটি ভেঙে দেওয়া হয়।
প্রায় ৮০ বছরের পুরোনো বাড়িটিতে বেশকিছু দোকান ও লোকজন ভাড়া থাকতেন। এর আগেও পুরনিগমের তরফে বাড়ি মালিককে নোটিশ দেওয়া হয়। এরপরও বিপজ্জনক বাড়িটি না ভাঙায় এদিন পুরনিগমের তরফে বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে।
সকাল থেকেই পুলিশের উপস্থিতিতে বাড়ি ভাঙার কাজ শুরু করে পুরনিগমের কর্মীরা। জানা গিয়েছে, ডিসেম্বর মাসে বাড়ি মালিক রমেশ আগরওয়ালকে প্রথম নোটিশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ফের নোটিশ দেওয়া হয়। কিছুদিন আগে পুরনিগমের তরফে ফাইনাল নোটিশ দেওয়া হয় বাড়ি ভাঙার ব্যাপারে। এরপরই বৃহস্পতিবার সকাল থেকে বাড়িটি ভাঙার কাজ শুরু করা হয়।