শিলিগুড়িতে বাইক দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কর্মীর

শিলিগুড়ি,১১ এপ্রিলঃ শিলিগুড়িতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল পুলিশ কর্মীর।মৃত পুলিশ কর্মীর নাম রজত সরকার।তিনি নিউ জলপাইগুড়ি থানার আমবাড়ি ফাঁড়িতে সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।


শিলিগুড়ির গেটবাজারের রামঠাকুরের মন্দিরের সামনে দুর্ঘটনাটি ঘটে।পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একটি ভুটভুটি বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়।দুর্ঘটনার পর বেশকিছুক্ষণ রাস্তায় পড়ে ছিলেন রজত বাবু।অতিরিক্ত রক্তক্ষরণের জেরে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে মৃতদেহটিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে নিয়ে যাওয়া হয়।সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান পুলিশ কর্মীরা।এরপর সেখান থেকে মৃতদেহটি আমবাড়ি ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।সেখানে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।


One thought on “শিলিগুড়িতে বাইক দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কর্মীর

  1. Debasish Ganguly says:

    Ami Khub Mormahato Hoyechi. Eto Olpo Boyoshey Eai Bhabey Choley Jawata Mon Thekey Meney Newa Jayna. Or Poribarer Proti Amar Samobedona Roilo. Or Pobitro Atmar Shanti Kamona Kori Sri Gobinder Kachey.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom