শিলিগুড়ি, ২৭ মেঃ কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে শ্রমিক ট্রেড ইউনিয়ন এবং বিভাগীয় বিমা কর্মচারী সমিতির যৌথ উদ্যোগে গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ির এসএফ রোডের বিভাগীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হল।
বিভাগীয় বিমা কর্মচারী সমিতির সদস্যরা বলেন, লকডাউনে কেন্দ্রীয় সরকার যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন তাতে কোনো লাভ হবে না। কেন্দ্র সরকারের এই আর্থিক প্যাকেজ দরিদ্র ও শ্রমিকদের বিরুদ্ধে।
বিভাগীয় বিমা কর্মচারী সমিতির সদস্য রজত রায় জানান, কেন্দ্র সরকার ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। এরফলে গরীব মানুষের কোনো ভাবেই লাভ হবে না। কেন্দ্র সরকারের এই আর্থিক প্যাকেজ শুধুমাত্র সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষ এবং কর্পোরেটদের জন্য। এদিনের বিক্ষোভ কর্মসূচীতে গরীব এবং শ্রমিকদের জন্য আর্থিক সহায়তার দাবী জানানো হয়। এছাড়াও শ্রম আইন পরিবর্তনের দাবিও জানিয়েছেন তিনি।