শিলিগুড়ি,৩০ জুলাইঃ ‘শিক্ষা চোর সরকার আর নাই দরকার’ –শ্লোগান তুলে এনজেপি এলাকায় ধিক্কার মিছিল বিজেপি’র।
শনিবার বিজেপির ৬ নম্বর মন্ডলের পক্ষ থেকে ‘চোর ধরো,জেল ভরো’ ধিক্কার মিছিল বের করা হয়।মিছিলে অংশ নেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চ্যাটার্জি।মিছিলটি গেটবাজার এলাকা থেকে শুরু হয়ে এনজেপি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।
মিছিলে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন বিধায়ক।অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যার্টাজি।