শিলিগুড়ি,১৫ জুনঃ করোনা আবহে বন্ধ রয়েছে সামাজিক অনুষ্ঠান।মূলত এই অনুষ্ঠান বাড়িগুলির ওপরেই নির্ভরশীল বৃহন্নলারা।আশীর্বাদ বিনিময় করেই চলে এদের জীবন-জীবিকা।তবে বর্তমানে কর্মহীন হয়ে পড়ায় খাদ্য সংকটে ভুগছেন তারা।মঙ্গলবার তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল শিলিগুড়ির সৃষ্টি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা।তাদের হাতে একমাসের খাদ্যসামগ্রী তুলে দেন সংস্থার সদস্যরা।
সংস্থার পক্ষ থেকে গৌতম গোস্বামী জানান,বর্তমানে কর্মহীন হয়ে পড়ায় অসহায় হয়ে পড়েছেন সমাজের এই বৃহন্নলারা।বিষয়টি জানতে পেরে আমরা তাদের হাতে একমাসের খাদ্যসামগ্রী তুলে দিয়েছি।
অন্যদিকে সোনালি নামে এক বৃহন্নলা জানান,তৃতীয় লিঙ্গ হিসেবে সরকারী স্বীকৃতি পাওয়ার পরেও তারা অবহেলিত।তার আবেদন এই পরিস্থিতিতে তাদের দিকেও সাহায্যের হাত বাড়ানো হোক।